টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ন দাখিল বাধ্যতামূলক
বাংলাদেশে বর্তমানে ট্যাক্স আইনের অধীনে যাদের একটি বৈধ টিআইএন (TIN – Taxpayer Identification Number) রয়েছে, তাদের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, যদিও তাদের বার্ষিক আয় করযোগ্য সীমার নিচে থাকুক না কেন। অর্থাৎ, টিআইএন নম্বর নিলেই রিটার্ন দাখিলের দায় থেকে অব্যাহতি নেই। জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর নির্দেশনা অনুযায়ী, একজন করদাতার বার্ষিক [...]
